আসছে বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষ্যে একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন কর্মী। গানের শিরোনাম ‘বাংলাদেশের খবর’। গানটি লিখেছেন সুমন সাহা। সুর করেছেন সুমন কল্যাণ। বর্তমানে গানটির ভিডিও নির্মাণের কাজ চলছে। বিজয় দিবসের আগেই ইউটিউবে গানটি প্রকাশ পাবে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন যমুনা টিভির সাংবাদিক মনিরুল ইসলাম, ইনডিপেনডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার মাহমুদা মৌমিতা ও দোলা ডলোরেস, ডিবিসি নিউজের সিনিয়র নিউজ প্রেজেন্টার সোনিয়া হক, নিকিতা নন্দিনী ও ক্রীড়া সাংবাদিক শাহান পাপন এবং গণমাধ্যমকর্মী আহমেদ তোফায়েল।
গান প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘আইডিয়াটা ছিলো গীতিকবি সুমন সাহার। কাজটি করে খুব ভালো লাগছে। সাংবাদিক-কন্ঠশিল্পীরা সবাই খুব ভালো গেয়েছেন। আর গানের কথাও খুব সুন্দর। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’
এদিকে সুমন সাহা বলেন, ‘এর আগেও দেশের গান লিখেছি, সংগীতশিল্পীরা গানগুলো গেয়েছেন। এবার মনে হলো, সংবাদকর্মীদের দিয়ে একটি গান করি। আমি চেষ্টা করেছি, গানটির মাধ্যমে বাংলাদেশের বার্তা শ্রোতাদের কাছে পৌঁছানোর।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম