দৈনিক ঢাকা টাইমস সম্পাদক এবং ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশনের (এফজেএফ) উপদেষ্টা আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশনের (এফজেএফ) উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এফজেএফ সভাপতি লায়েকুজ্জামানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক অমরেশ রায়ের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন- ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশনের (এফজেএফ) সহ-সভাপতি আছাদুজ্জামান।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজে'র কার্যনির্বাহী সদস্য শেখ মামুনুর রশীদ, সিনিয়র
সাংবাদিক শাহনেওয়াজ দুলাল, শরিফুল ইসলাম বিলু, মানিক লাল ঘোষ, শেখ জামাল হোসাইন, নুরুল ইসলাম হাসিব, এফজেএফ-এর সাবেক সাধারণ সম্পাদক আলী আজম, সিনিয়র সদস্য অশোকেশ রায় প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৩ নভেম্বর শীর্ষ সন্ত্রাসী শাহাদাত পরিচয়ে ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনের কাছে ফোন করে চাঁদা চাওয়া হয়। এর দু'দিনের মাথায় ২৫ নভেম্বর আরেক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয়ে আবারও তাকে ফোন করে চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না পেলে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ দু'টি ঘটনায় ঢাকা টাইমস সম্পাদক রমনা মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এরপরও পুলিশ প্রশাসন থেকে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
তারা আরো বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে হুমকিদাতা সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম