প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০১৯, ১০:১৮ এ.এম
গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের এক জরুরী সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিলে সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুর রহমান সুহেদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজ খান, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল আজিজ।
উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি সাংগঠনিক সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ বাবর, সাংবাদিক মনসুর হোসেন মুন্না, কামিল আহমদ, অলিউর রহমান, তামিম আহমদ, আফছর আহমদ, আশরাফুল ইসলাম প্রমুখ।
সভায় নবীন সাংবাদিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার মত পোষণ করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম