5:05 AM, 13 November, 2025

কবিতাঃ কৃষকের ভাবনা

index

“কৃষকের ভাবনা”

নূরউদ্দিন

মাঠে মাঠে সোনালী ধান
হেলে দোলে হাসে,
ফসল দেখে পল্লী বধু
খুশীর জোয়ারে ভাসে।

গোলা এবার ভরবে ধানে
কৃষাণি বেজায় খুশি,
আনন্দে মেতে তুলবে ফসল
খাটবে দিবা নিশি।

ফসলের মাঠে হেঁটে হেঁটে
কৃষক সকাল বিকাল,
এবার হয়তো ঘুঁচবে তাদের
সংসার এর আকাল।

নতুন ধানে ছোটদের মনে
বইছে খুশীর বান,
কৃষাণীর ঘরে সুখের তরে
আনন্দের তুফান।

বছর পরে আসছে ফিরে
কৃষকের ঘরে সুখ,
মহান আল্লাহ রহমত করে
দুর করিবেন দুঃখ।

হাড়িতে করে পিঠা ভরে
যাবে কন্যার বাড়ি,
স্বামী স্ত্রীতে শল্লা করে
সারা দিনমান ভরি।

পুত্র থাকে মরুর দেশে
কিবা খেতে পায়,
ভাল কিছু খায়না তাই
কাঁন্দে বাপে মায়।

পুত্র তাদের ছুটি নিয়ে
আবার বাড়ি এলে,
সোহাগ ভরে খাওয়াবে মায়ে
খাবার মুখে তোলে।

এমনি করে কতো ভাবনা
করে কাজের ফাঁকে,
উঠতে বসতে জপে নাম
দয়াল আল্লাহ ডাকে।