5:05 AM, 13 November, 2025

কবিতাঃ স্বপ্ন কন্যা

FB_IMG_1567610710841

“স্বপ্ন কন্যা”

—-নূরউদ্দিন

রাম সাগরের পাশেই ছিল
স্বপ্ন কন্যার ঘর,
সেথায় যারা বসত করে
নয়তো তাহার পর।

মন মন্দিরে আনচান করে
জ্বললো প্রেমের শিখা,
স্বপ্নের কুমার আসবে ঘরে
কন্যার ললাটে লিখা।

দু’হাত ধরে বনের ধারে
হাঁটবে মনের মতন,
ভাল বেসে বলবে হেসে
মনের গহিন কথন।

কন্যার আশা বাঁধবে বাসা
কাশ বনেরই ধারে,
গড়বে তারা মধুর সংসার
বিশ্বাসে ভর করে।

অাকাশ ছিঁড়ে কন্যার ঘরে
যখন পড়লো বজ্রপাত,
ধ্বংশ হলো সকল আশা
আসলো গহিন রাত।

সেই কন্যার স্বপ্নের বাসর
মৃত্যু নিলে কেঁড়ে,
ভেঙ্গে গেল সকল আশা,
কাল বৈশাখী ঝড়ে।।