12:34 AM, 13 November, 2025

কবিতা-মশক নিধন

received_441737856411339

মশক নিধন
এম. হাবিবুর রহমান

ডেঙ্গুবাহী এডিস মশা
হুল ফুটিয়ে গায়ে,
মারছে মানুষ অবিরত
শহর কিম্বা গাঁয়ে।

মশার বংশ করতে বিনাশ
ওষুধ ছিটাও খাঁটি,
বাঁচতে হলে ভাঙতে হবে
এডিস মশার ঘাঁটি,

এডিস হঠাও ডেঙ্গু তাড়াও
বাঁচার পথটি ধরো,
থাকতে জীবন হও সচেতন
মশক নিধন করো।