প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৮:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০১৯, ২:৩০ পি.এম
নজরুল স্বরণে কবিতাঃ কাব্যের ফুল

----মাসুম বিল্লাহ্
হে নজরুল,
তুমি কাব্যের ফুল,
তোমার সুবাসে মশগুল
বঙ্গ কাব্যিক বুলবুল।
গদ্যে পদ্যে ছন্দে গানে
ফুটেছো তুমি বাঙ্গালীর প্রাণে।
দেখিয়েছ তুমি আলোর পথ
লিখে কবিতা হামদ নাত।
তুমি গেয়েছো সাম্যের গান
গেয়েছো স্বাধীনতার গান।
তুমি লিখেছো দেশের কবিতা
লিখেছো ভালবাসার কবিতা।
তুমি লিখেছো দুঃখের কবিতা
লিখেছো নারী ও শিশুর কবিতা।
তোমার কাব্য চর্চায় জাগ্রত জাতি
সচল দেশ ও মানুষের গতি।
তুমি আছো প্রত্যেকটি বাঙ্গালীর হৃদয়,
তোমার কাব্য শুধু বাংলা নয়
বিশ্ব হবে জয়।
তুমি নজরুল কাব্যের ফুল,
তুমি নজরুল কবি কুলের মূল।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম