কবিতাঃ হে শ্রেষ্ঠ বাংগালি

হে শ্রেষ্ঠ বাংগালি
—–মোঃ সিরাজুল ইসলাম
জাতির সেরা তুমি, তুমিই স্বাধিনতা
তোমার কথা মনে হইলে বুকে লাগে ব্যথা।
নিজের জন্য ভাবনি তুমি সবার আছে জানা
তুমি যে সবার প্রিয়, আল্লাদে আট খানা।
সবার কাছে প্রিয় নেতা মুজিব সবার ভাই
মুজিব ছাড়া স্বাধিনতার ঘোষক যে আর নাই।
দেশের জন্য জেল খানা যার ছিল বেড রুম
দেশের কথা চিন্তা করে যাহার হইত না আর ঘুম।
কখন পাবে মুক্তি দেশের নির্যাতিত অনাহারের দল
বাঙালির ব্যদনা দেখে ভাসত তোমার চোখের জল
কতনা ভাবনায় এনেছিলে তুমি মুক্তির স্বাধিনতা
সব থেকেই মিল্লো পরিচয় তুমি জাতির পিতা।
তুমি যে মহান, হে শ্রেষ্ঠ বাঙালি রয়েছ মন জুরে
সবার মনে ছিলে তুমি মনি কোঠায় বিহৎ বিনার সুরে।
হায়নার দল আজিকার দিনে নিয়েছে তোমায় কেরে,
একে একে সবার প্রান নিয়েছিল সেদিন তারা কেরে
ছোট্ট ছেলে রাসেলকেও তারা দেয়নি সেদিন ছেরে।
কত হাহাকার ধানমন্ডির ৩২নং বাসা রক্তে স্রোত ধারা
একটুও কাপেনি হায়নার দলের বুকের পাজর খারা
কতনা ফন্দি একে ঘিরে ছিল, রক্তে হয়েছি দিশেহারা।
গুলিতে গুলিতে চৌকাঠ সেদিন রক্তে খেলেছে হলি,
কারো সেদিন হয়নি গো মায়া একটু মনের কোনে
একটু ও তাদের কাপেনি মন শত হাহাকার শুনে,
নতুন বধুর হাতের মেহেদি শুকিয়ে যাবার আগেই
একে একে সবাইকে বজ্রপাতের মত করেছে গুলি।
তাদের কোন মাটিতে তৈরি খোদায় করেছিল হায়
এনেছে যে স্বাধিনতার মুখ তাকে ভাসালে রক্তের বন্যায়
ভাগ্যের যোরে বেচেছিলেন সেদিন রেহানা, হাসিনায়
তাই এত দিন পরেও পায়নি ক্ষমা সেই যত হায়নায়
হাজার শত বাধায়ও বাংলার বুকে থাকবে না অন্যায়
হে মহামানব হে শ্রেষ্ঠ বাঙালি তোমাকে যায়নি ভুলি।
আজো আছ তুমি সবার মনি কোঠায় রেখেছে তুলি।
