কবিতাঃ “সাহসী ছেলে”

“সাহসী ছেলে”
——–নূরউদ্দিন
মাসুম নামের সাহসী ছেলে
জন্ম সম্ভ্রান্ত পরিবারে,
পাঠ শালাতে নিতেন শিক্ষা
পরম আগ্রহ ভরে।
ফাষ্ট বেঞ্চে বসতেন ক্লাসে
পড়ায় দিতো মনোযোগ,
দক্ষতার বলে ছেলেটি আজ
অতি সম্মানীত লোক।
উচ্চতর ডিগ্রী নিয়ে ছেলে
আজ গর্বিত ইন্জিনিয়ার,
মানব সেবায় সচেষ্ট সদা
সমাজে শ্রেষ্ঠ অহংকার।
পিতা মাতার স্নেহে ধন্য
সদা থাকেন অবিচল,
নিবেদিত আজ দেশ সেবায়
অদম্য স্পৃহা মনোবল।
ন্যায় নীতিতে সাহসী বীর
অটল শৃন্খলার পথে,
অগ্র যাত্রায় সদা নিষ্টাবান
দিবস কিংবা রাতে।
দোয়া করি প্রাণ খোলে
সাহসী ছেলের তরে,
ছড়িয়ে পড়ুক তাঁর সৌরভ
সারা বিশ্ব জুড়ে।।
★ ★ ★
ছবিঃ জনাব, ইন্জিঃ মুস্তাফিজুর রহমান মাসুম
প্রতিষ্টাতা চেয়ারম্যান
ইডি মেডিকেল ইন্সটিটিউট
গচিহাটা (কটিয়াদি), কিশোরগঞ্জ।
