সিলেট কবি পরিষদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :
সিলেট কবি পরিষদ (সিকপ)-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে এক সাধারণ সভার মধ্যে দিয়ে এ কমিটি গঠন করা হয়। কবি ও গবেষক আব্দুছ ছালাম চৌধুরী কে সভাপতি এবং কবি ও সংগঠক মান্না আহমেদকে সাধারন সম্পাদক করে বারো সদস্যের কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।
এ ছাড়া ছয় সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন অভিনেতা এবি এম সোহেল রশীদ, কবি ইভা আলমাস, কবি কল্পনা খান নেহার, কবি মাহমুদুল হাসান নিজামী, কবি আরেফিন শিমুল।
কমিটির অন্যান্যরা হলেন মহিলা শাখার সভাপতি কবি শাহারা খান, সহ সভাপতি- কবি খাদিজা মিলি, কবি জুইঁ ইসলাম, নির্বাহী সভাপতি কবি সফির আহমেদ কামাল, সহ সাধারন সম্পাদক কবি ফেরদৌসি বিনতে মামুন, যুগ্ম সম্পাদক কবি কয়েছ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কবি সাহানা সুলতানা, অর্থ সম্পাদক কবি তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক কবি জি এন কবীর চৌধুরী, সহ প্রচার সম্পাদক কবি বিজয় সরকার, সাহিত্য সম্পাদক কবি নাছরীন মিতা, তথ্য সম্পাদক কবি গোলাম আযম, শিক্ষা বিষয়ক সম্পাদক কবি নিপা মোনালিসা।
