কবিতাঃ তুমি কেমন আছো গো !

তুমি কেমন আছো গো !
——–চঞ্চল
তোমার কি মনে পড়ে
মার্চের কোন এক বিকেলের কথা,
শূন্য হাতে প্রাণ বাঁচাতে
বেরিয়ে পড়েছিলাম,
দিগন্তে ঢলে পড়েছিল ক্লান্ত দিবাকর
শহর থেকে দুশ মাইল পথ হেঁটে হেঁটে
পেতে হবে গ্রামের বাড়ি
একদিন ছেড়ে এসেছিলাম যে বাড়িটা
আজ সেখানে যেতে হবে
ওখানেই,নিজের বাড়িতেই হব পলাতক।
পথ বুক পেতে আছে
আমরা যাব বলে,
আর কিছু নিই নি সাথে
টিভি,ফ্রিজ,সোনা- দানা,আলমারি,
খাট- পালং,জামা- কাপড়,জুতা,সেন্ডেল,চাকরি- বাকরি
সব ই রেখে এসেছি,
জীবনের তাগিদ ঢের বড়
তড়িঘড়ি বেরিয়েছি,
ওরা যখন তখন এসে যেতে পারে
একটা হৃদয়হীন উপহার নিয়ে,
বুলেট বিদ্ধ হতে চাই না
তোমার সম্ভ্রম পবিত্র আমানত,
খোয়া যেতে পারে হায়েনার ছোবলে,
এ ভয়েই দুশ মাইল হাঁটার হিম্মত।
চারদিকে আর্তনাদ,হাহাকার,বুলেট- বোমা আর আগুনের লেলিহান শিখা,
তোমাকে খুব ভালবাসি,ভালবাসার জোরেই পথে নেমেছি,
সারারাত হাঁটলাম,
তুমি আর পারছিলেনা
পড়ে গেছ তুমি,মাটিতে শুয়ে পড়া
গাছের মত।
বহু কষ্টে বাড়ি এলাম,
তোমাকে রেখে আমি এক
প্রত্যয়ী অঙ্গীকারে বের হলাম,
আমি এখন ওপারে ভালো আছি
স্বাধীন দেশটায়,
তুমি কেমন আছো গো!!
