কবিতাঃ আমি প্রতিবাদী

আমি প্রতিবাদী
……খায়রুল হাসান
আমি প্রতিবাদী তবু
সমাজ বিরোধী নই,
সত্য ন্যায়ের পক্ষে বলা
সৎ সাহস বুকে নিয়ে রই ।
সমাজ আজ বিপরীত মুখি
দুর্ণীতিবাজদের গ্রাসে,
বিশ্ব জাহান কাঁপছে আজ
অন্যায়ের মহা ত্রাশে।
গুম, খুনের মহারাজ্যে
অদমের বসবাস,
সত্য বললে হতে পারো কারো
আপন প্রান বিনাস।
ন্যায়ের পক্ষে কথা বলেছে…
শ্রেষ্ঠ বীর পুরুষ,
তেলবাজদের যাতা কলে পরে
মানুষ হারাচ্ছে হুস।
আমি না হয় সত্য বললাম-
খুদি রামের মত,
হোক ফাঁসি হোক
তবুও যদি হই বিখ্যাত।
মাজলুমের পক্ষে হোক
আমার বিসর্জন,
তবুও যদি বন্ধ হয়
জুলুম আর শোষণ।
কবি বলে পরিচয় দেয়া
সম্ভব নয় আমার,
লেখক হিসাবে প্রতিবাদী
এটাই কাম্য আমার।
