প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০১৯, ২:৪৮ পি.এম
কবিতাঃ হাহাকার

হাহাকার
......আতাউর রহমান
কার লাগিয়া বাঁধিণু এ ঘড়,
শেষে পর হিংসায় না হই যেন পর।।
অজানা ভয় আর শঙ্কায়,
অবশেষে পেয়ে বসিল মোয়।।
যদিও আমি নই ভিতু,পরশ্রীকাতর আর অবলা,
দেইনি;দেইনি কাকো মোর স্বকীয় স্বাধীন সত্তা কবলা।।
হইচই কোলাহল সেতো মোর প্রিয়া প্রোমিলা,
তাতে উৎকোচ মোসাহেবি কেউ নাইবা দিলা।।
আমি যাব আমি যাব উৎপাত উৎপীড়ন উচ্ছেদের মিছিলে,
আমি যাবনা কেনো,আমি যাব
সেই মূমূর্ষ আহত রোগীর শুশ্রূষায়,
যাবই আমি স্বীয় সামর্থ নিয়ে শুভ কামনায়।
হায়হায়হায় হায়রে দুনিয়ায়
কেবা আপন কেবা পর তাওনা বুঝিলায়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম