২৬ শে মার্চের কবিতাঃ স্বাধীনতার গান

স্বাধীনতার গান
হাবিবা সুলতানা
…………………………..
আজ সারা রাত ঘুম হয়নি
মাথা ব্যাথা
হঠাৎ আমার মনে পরে
স্বাধীনতার কথা।
১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করে
এ কাহিনী পড়তে পড়তে চোখে অশ্রু ঝরে
নিরীহ ঘুমন্ত বাংগালীর উপর করেছে নিপীড়ন অত্যাচার
সে কথা মনে পরলে অশ্রু ঝরে বারবার।
দেশের প্রতিটি সবুজ ঘাস কেদেছে প্রমান
ফিরিয়ে দাও গো,বাংগালী মা বোনের সম্মান।
করেছে নিরীহদের পদে পদে অপমান
নিরবে কেন গাইব স্বাধীনতার গান?
তাই তো স্বাধীনতার গান লিখি রাশি রাশি
গলা ফাটিয়ে গান গায় বাংলাদেশের হাসি।
বাংলার মানুষের হাসি।
স্বাধীনতার হাসি।
আমি বড়ই ভালবাসি।
