কবিতাঃ শান্ত মন

শান্ত মন
হাবিবা সুলতানা
হে শান্ত মন,
নিরব থাকবে কতক্ষন?
তোমার স্পর্শে ধন্য হলো আমার সোনার জীবন।
তুমি যদি পবিএ হও আমি হব সুন্দর
ফুলের মত সুবাস হবে আমার অন্তর।
তোমার মতে চলতে থাকে আমার সারা বেলা
যা কিছু হয়ে থাকে সব বিদাতার খেলা।
হে শান্ত মন,
সারা দিন ব্যস্ত থাকি তোমার জন্য আমি
মনের চেয়ে সোনার দেহে নেইতো কোন দামি।
মন যদি কাউকে চেয়ে থাকে করোনা হেলা
যা কিছু হয়ে থাকে সব বিধাতার খেলা।
হে শান্ত মন,
আপন মনে কাউকে যদি করে থাকো সোহাগ
তারি প্রতি মন থেকে হয়না অনুরাগ।
হঠাৎ যদি তোমার মনে জন্মে প্রেমের মেলা
যা কিছু হয়ে থাকে সব বিধাতার খেলা।
হে শান্ত মন,
তোমার মনে প্রদীপ যদি জ্বলে জলোক।
কেউ যদি চেয়ে থাকে ফেলোক পলক।
করো মনে হঠাৎ করে যদি জ্বলে জ্বালা
যা কিছু হয়ে থাকে সব বিধাতার খেলা।
