5:05 AM, 13 November, 2025

কবিতাঃ দুরন্ত ফাগুন

mash_39-1902121047

“দুরন্ত ফাগুন

নূরউদ্দিন

দুরন্ত ফাগুনে উল্লাসের সনে কতো স্বপ্ন মনে,
করবো সেবা নিশি দিবা
বীরত্বের ই সনে।

স্বশস্ত্র সাজে প্রহরার কাজে
দুর্গম সীমান্তে,
ঝরিয়েছি ঘাম রাখিতে সম্মান প্রতি রক্ষার্থে।

রেখেছি হিম্মত দ্বায়িত্বে উত্তম কর্তব্যে নিষ্ঠাবান,
শত্রু হটিয়ে চলছি এগিয়ে বিশ্বাসে বলীয়ান।

ভীতি সড়িয়ে সাহসী হয়ে অটুট মনো বলে,
রেখেছি নিরাপদ সকল জনপদ তপ্ত রক্ত ঢেলে।

হে মহা বীর উঁচু রেখো শিঁর
থেকো বিশ্বস্থ,
কাটিবে বিপর্যয় আসিবে বিজয় সদা সর্বত্র।