5:05 AM, 13 November, 2025

কবিতাঃ ইবাদত

60346400_1603257153142394_4322524407466557440_n

ইবাদত
মো. স্বপন হোসেন

ইবাদত ছাড়া নাইরে উপায়
ইবাদত কর স্রষ্টার সদায়
মুক্তি পাবে দু’জাহানে
শান্তি পাবে মন ও প্রাণে।

দিয়েছে কুরআন হয়েছি মহান
রহমানেরি তো মোরা সৃষ্টির দান
পাবো নাকো ভয় আল্লাহকে ছাড়া
তবে হবো মোরা সর্বহারা।

যে জাতি করেছে সর্বোত্তম
সে জানি কেন নিকৃষ্টতম
ভেবে দেখেছ কেন তুমি
একুল ঐকুল দু’টই হারা।

অন্যায় কখনো দিবে না মুক্তি
কুরআন-হাদিস, ইবাদত ছাড়া
পাবে না নাজাত হয়েছ আজাদ
হয়েছ পাগল আজ দিশেহারা।

এসো কল্যাণের পথে মুক্তির পথে
রবকে চিন তাঁরই দেখানো পথে
তবেই হবে তোমার জীবন সার্থক
দু’জাহানের পাবে তুমি সরল-সঠিক পথ।