
হেনা সমীপে
~কালের লিখন
বড়ো দুঃসময়ে আছি!
বড়ো দুঃসময় হেনা;
চুপ করে থাকতে হয়
লিখতেও লাগে ভয়,
বলতে পারি না; হ্যাঁ-না!
দিতে পারি না মতামত
সত্য প্রকাশেও মানা
বড়ো দুঃসময়ে আছি!
বড়ো দুঃসময় হেনা!
ভয় নেই; তবে সংশয়
কখন জানি আসে হানা।
গুটি থেকে বড়ো হচ্ছে
অন্ধকারের দানা।
ঝলক নেই, পালক নেই,
কেটে ফেলছে ডানা।
বড়ো দুঃসময়ে আছি!
বড়ো দুঃসময় হেনা!
কারা যেন অহেতুক
প্যাঁচায় শুধু ত্যানা
বড়ো দুঃসময়ে আছি!
বড়ো দুঃসময় হেনা!
তোমাকে চুমু খাওয়া
হলো না আমার আজও
এখনো বাকি আছে
অধিক লেনাদেনা!
বড়ো দুঃসময়ে আছি!
বড়ো দুঃসময় হেনা!
যদি ওরা মেরে ফেলে
ধরে নিয়ে ভরে দেয়
মেরে কোথাও ফেলে দেয়
যদি প্রেমের নামে
কবিতা ও কথার নামে
পালক মেলে ঘৃণা
তুমি মনে রেখো শুধু
আমি সত্যে ছিলাম
মিথ্যেকে বলেছি জী-না!
বড়ো দুঃসময়ে আছি!
বড়ো দুঃসময় হেনা!
যদি বেঁচে থাকি
যদি কণ্ঠ ছেড়ে গাইতে পারি
ভালোবাসার গান
যদি বড়ো হয় একদা
ছোটো ছোটো প্রেমময় দান
তবে এইদেশে, এইগ্রহে
আর থাকবো না।
চলে যাবো তোমাকে নিয়ে
যেভাবে পালায় পোষাটিয়ে
যেখানে কারও কোনো
অনুভবে আঘাত লাগবে না।
বড়ো দুঃসময়ে আছি!
বড়ো দুঃসময় হেনা!
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম