3:42 AM, 31 January, 2026

উদীয়মান কবি সৌরভ পালের কবিতা ” বাদ দেইনি কিছুই ”

1
বাদ দেইনি কিছু
- সৌরভ পাল

শৈত্যপ্রবাহ চলমান... কনকনে ঠান্ডায়...
নতুন পুরাতন সম্মিলিত একগাদা বই নিয়ে বসে আছি,অপেক্ষায়;
যদি সূর্যের আলোয় মুখরিত টেবিলটার সৌন্দর্য উপভোগ করতে পাই ।
শিশির ভেজা শিউলি গাছের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি - 
সাহস পাই না,ধরলেই যদি ঝরে পড়ে যায়-পিচ রাস্তার গায়?

তবুও ভালোবাসা বাদ দেইনি,ভালোবেসেই গেছি !
ভালোবাসা বাদ দেইনি,ভালোবেসেই গেছি !
ভালোবেসেই গেছি! ভালোবেসেই গেছি !
প্রতিদিন চায়ের চুমুকের সাথে সিগারেট খাই, সুখের জন্যে;
সাময়িক সুখ মিলে হয়,একরাশ জঘন্য কাশির বিপনি হায় !
সমুদ্রের বহমান ঢেউকে জড়িয়ে ধরার আশায় বুক পেতেছি, 
একের পর এক ক্রম বর্ধমান ধাক্কায় আমি এসেছি কিনারায় । 

তবুও ভালোবেসেছি ঢেউকে,ভালোবাসা পাবার আশায়!
ভালোবেসেছি ঢেউকে,ভালোবাসা পাবার আশায়!
ভালোবাসা পাবার আশায়!ভালোবাসা পাবার আশায়!