
স্বাগতম - সৌরভ চন্দ্র পাল
তুমি এসো আমার শহরে,ক্লান্তিময় এই নগরে,
যেখানে প্রতিনিয়ত ভালোবাসাগুলো হারে।
যেথায় ফুলেরা ছড়ায় সুবাস,
হঠাৎই পাওয়া যায় খারাপ আভাস।
যেথায় পাখিরা করে কলতান,
ভালোবাসার বিনিময়ে কাটা করে দান।
যেথায় গুরুত্ব পায় না মানুষের ইচ্ছা,অনিচ্ছা,
আমার-এই নগরে তোমাকে জানাই শুভেচ্ছা।
এই নগরে আত্মহত্যার প্রবণতা প্রবল,
মানুষগুলো যেনো রোগী,মানসিকভাবে দুর্বল।
রাত্রিতে নীরবে হৃদয়ে চলবে হাহাকার,
কেউ শুনতে পাবে না নীরব চিৎকার।
মানুষগুলোর যেনো নেই কোনো মেরুদণ্ড,
তারা কি আদৌও ভালো,নাকি তারা ভণ্ড।
তুমি বুঝবে না এসব আদৌও সত্য নাকি ভ্রম,
আমার-এই নগরে তোমাকে জানাই স্বাগতম।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম