8:46 PM, 12 November, 2025

গীতি কবিতাঃজীবন সাথীর ভালবাসা চাই – এস,এম,মনিরুজ্জামান আকাশ

inbound2973505131845486769

গীতি কবিতা

জীবন সাথীর ভালবাসা চাই

এস,এম,মনিরুজ্জামান আকাশ

আসবে নতুন করে; জীবনে
ঘুরে-ফিরে ;সময়ের অতিথি,
পাবোই আপন করে; ভালবাসতে
প্রান ভরে ;হবোই যে তার সাথী ।।
জীবন সাথী সে হবে যে আমার-
ভালবাসা আমি পাবোই যে তার…

একটু একটু করে বুকের ছোট্র
ঘরে; জমানো যে ভালবাসা ধন,
দেবো তারে উজার করে; ভালবাসা
প্রান ভরে; যে হবে আমার আপন ।।
জীবন সাথী সে ;হবে যে আমার-
ভালবাসা পাবোই যে তার…

কাটবে জীবন ক্ষন ;পাবো সুখের
আলিঙ্গন; থাকবেনা কোন কালো ছায়া,
অনন্তকাল ভালবেসে; দু’জনে দু’জনায়
মিশে ;পাবো পৃথিবীর মায়া ।।
জীবন সাথী সে হবে যে আমার-
ভালবাসা পাবোই যে তার…

আসবে নতুন করে;জীবনে
ঘুরে-ফিরে সময়ের অতিথি,
পাবোই আপন করে;ভালবাসতে
প্রান ভরে; হবোই যে তার সাথী,
জীবন সাথী সে হবে যে আমার-
ভালবাসা পাবোই যে তার…
জীবন সাথী সে হবে যে আমার-
ভালবাসা পাবোই যে তার-পাবোই
যে তার…পাবোই যে তার…।

1 thought on “গীতি কবিতাঃজীবন সাথীর ভালবাসা চাই – এস,এম,মনিরুজ্জামান আকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *