
এক খণ্ড উর্বর জমির জন্য
- কবি মনিরুজ্জামান আকাশ
সকাল থেকে সন্ধ্যা রোজ অবধি রাত্রি গভীর-
ক্লান্তিহীন ছুটে চলার অভিযানে নিমগ্ন নিবিড়,
এলিয়ে যাওয়া দেহ মন হয়না কখনো অস্থির-
এক খন্ড জমির কাঙ্খিত মালিকানা পেতে স্থির!
রয়েছে হেথায় সুজলা সুফলা বীজ ভান্ডারে-
রোপনের তরে খুঁজে ফিরি জমি চারিধারে,
মেলেনা দেখা কাঙ্খিত জমি এক্ষনে এ ধারে-
সারাদিন শেষে ব্যর্থ হাতে শুন্যতায় আসি ফিরে!
আদর্শ জমিতে ভালো বীজে হয় ভালো ক্ষেত-
জমি ও বীজের সমন্বয় না হলে ঘটে অনভিপ্রেত,
একে অপরের পরিপূরক যদি না ঘটে আবাদে-
বৃথা যাবে জমি চাষে পরিশ্রমও যাবে বরবাদে!
উৎকৃষ্ট ফসল হয় জমির গুনে ও বীজের মানে-
এ কথা প্রকৃত ও আদর্শ কৃষক চিরকালই জানে,
আবাদ করতে করেছি মনঃস্থির জমির খোঁজে-
যদি না মেলে আদর্শ জমি কি হবে উৎকৃষ্ট বীজে!
শুনেছি...দেখেছি কত আবাদি মানুষের গতিধারা-
কেউ তো আবাদের ভুলেই খেয়েছে জীবনে ধরা,
অনেক জনই সংসার আবাদের সফল প্রয়াসে-
সার্থকতা লাভে সুখী হয়েছে যে নিবিড় পরিবেশে!
হতে চাই সংসারে আদর্শ কৃষক সংসার ধর্মে-
না হয় যেনো ব্যর্থ জীবনের গতিপথ কৃত কর্মে,
ভালো বীজ রেখেছি জমা করে উর্বর ভূমির জন্য-
না মিললে আদর্শ জমি! জন্মই হবে বৃথা নগন্য..
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম