কবি সাজ্জাদুল বারী’র ছড়ার অপরূপ ত্রয়ী সমাহার

প্রেসক্রিপশন
—সাজ্জাদুল বারী
খাও দুধ খাও কলা রোজ রোজ সকালে
খাও মুড়ি খাও খই প্রতিদিন বিকালে ।
খাবে দই খাবে ছানা দুপুরের আগে ওই
রাতে খেলে ঘি- দুধ বল তুমি পাবে কই ?
খেতে নেই প্রতিদিন মাংস আর ডিম ভাত
গুরুপাক রোজ খেলে হবে তুমি চিৎপাত ।
হররোজ খেতে হয় সবজি ও ডাল ভাত
পেটটাকে ঠিক রাখো করে তুমি জাতপাত ।
খাওয়া শেষে রোজ খাও মধু কিবা মিষ্টি
রোগে খাও শোকে খাও ফিরে পাবে দৃষ্টি ।
জল খেয়ে ফল খাও তেলে ভাজা না চাও
বাসি যদি রোজ খাও স্বাস্থ্য যাবে ফাও।
মাথা ব্যথা পেট গরম চলছেইতো হরদম
গিটে বাত চুল পরা দৌড়াতে কম দম ।
রোজ রাতে নির্ঘুম দিনে ঘুম দেয় চুম ;
বুকে কফ নাকে পানি যদি সে এসে করে দোস্তি।
ওষুধেতে নাহি গেলে ছোলা ভেজা লবণেতে-
সোনা রোদে দিতে হবে ডন আর কুস্তি ।
রানী নির্বাচন
— সাজ্জাদুল বারী
গোলাপ হচ্ছে ফুলের রানী বনের সবাই জানে
আকুল করা গন্ধে বকুল সেই কথা না মানে।
গোলাপকে মানিনা রানী বকুল মশায় বলে
জগতের যতো প্রত্যরণা হয় এই রানীর ছলে।
শিমুল পলাশ চালতা জারুল মঞ্চে উঠে কয়
এতো হাল্কা গন্ধ নিয়ে কি রানীগিরি হয়?
রানীর থাকবে রাজ গন্ধ আর মধু বুক ভরা
সেদিক থেকে রক্তজবার হৃদয়ে নাইি খরা।
দিচ্ছে গালি বাঞ্ছামালি গোলাপ যার ছেলে
বকুলের সে ছিঁড়বে চুল হাতের কাছে পেলে।
তাই না শুনে রক্তজবা রেগে হয়েছে লাল
রানী থাকতে রানীর পিতা দেখায় কেনো ঝাল।
কাঁঠালি চাঁপার চাঁপা গন্ধে ফিসফিসিয়ে কয়
রূপসী গন্ধরাজ রানী হলে কেমন মজা হয়?
রূপ – গন্ধ সবই আছে গন্ধরাজের বুকে
আমরা কেনো খুঁজছি বৃথায় মরছি মাথা ঠুকে।
শাপলা শালুক জলপদ্ম বলছে কাঁপিয়ে জল
নির্বাচনে যে জিতবে রানী মানবে সেই ফল।
অত্যাচারী
—সাজ্জাদুল বারী
অত্যাচারী সিংহ মশায় বনের যিনি রাজা
যখন তখন ঘাড় মটকে পশুদের দেয় সাজা।
বনের সকল নিরীহ পশু ভাবছে বসে হায়
সকল বিপদ থেকে কেমনে রক্ষা তারা পায়।
শিয়াল পণ্ডিত বুদ্ধি করে ডাকলো সভা শেষে
সিংহ বাদে সকল পশু বসলো সভায় এসে।
মহিষ হলেন সভাপতি বললো ভায়া সব—
আমার কথা শোনার আগে কর না কলরব।
আমরা সবাই তৃণভোজী তাই লতা পাতা খাই
মাংসাশীদের সাথে মোরা শক্তিতে নাহি পাই।
এই সত্য মানলে পরে আমার কথা শোনো—
বনের রাজা গুহায় বসে করবে আহার হেন।
রাজার জন্য উৎসর্গ করবে নিজের জান—
পরের জন্য প্রাণ দিয়েই জগতে হয় মহান।
সভার সময় না বাড়িয়ে করলো মিটিং শেষ
সিদ্ধান্ত হয় সিংহের গুহায় পয়লা যাবে মেষ।
শিয়াল মশায় ফর্দ করে কার পরে কে যাবে,
বনের রাজা আয়েশ করে গুহায় তাকে খাবে ।
সেদিন থেকে সকল পশু যাচ্ছে পালা করে—
বনের রাজা গুহায় বসে খাচ্ছে তাদের ধরে।
রাজা আসে রাজা যায় চলছে নিয়ম ওই—
সভ্য বলে করছি দাবি আদৌ সভ্য মোরা কই!
