“রোজ তুমি আমার মাঝেই”- একে আজাদ

রোজ তুমি আমার মাঝেই
– একে আজাদ
জানো কৃষ্ণচূড়া, রোজ রাতে আমার অর্ধমৃতের জগতে তোমায় দেখি শরতের আকাশে ঘূড়ি উড়াতে,
রোজ সন্ধ্যায় কোঁকড়ানো চুল ছেড়ে, কপালে চাঁদের মত টিপ পড়ে নিজেকে দেখছ আর হাসছ
আমার অর্ধমৃতের শেষভাগটায় দেখি হাসি মাখা ওই মুখটা,দেখি এক অনন্য নারী রূপ।
মধ্যাহ্নে যখন ঠিকানা বাসে ফিরছি আমার ছয় দেওয়ালের মাঝে বন্দি হওয়ার জন্যে
বড্ড ক্লান্ত অবসন্ন দেহ মন এলিয়ে পড়েছিল বাসের সিটে
দেখি তুমি এসে হাজির! ডাকছ আমায় এইযে জনাব,উঠুন আসাদ গেইট সন্নিকটে
উঠে দেখি ডাকছে আমায় বাসের মামা।
জানো, এইতো সেদিন রাতে ১০৩ ডিগ্রী জ্বরে গা পুড়ছিলো, হারাচ্ছিলাম চৈতন্যে
কাঁপছিল থরো থরো ভাল্লুকের এই গা
জীবনটা বুঝি নিচ্ছিলো বিদায় এ ধরা হতে
এমন সময় আসলে তুমি বসলে খানিকটা পাশে
বললে আমায় এইতো জনাব আছি তোমার পাশে।
রোজ এভাবেই আমার মাঝেই তুমি বিরাজ করো।
