কবি একে আজাদ এর কবিতা “কৃষ্ণচূড়াকে উপহার”

কৃষ্ণচূড়াকে উপহার
– একে আজাদ
আমার এ বিষন্ন দুপুরটা তোমাকে উপহার দেবো না
দেবো তোমাকে একটি বৃষ্টিভেজা স্নিগ্ধ সন্ধ্যা,
দেবো না তোমাকে ঘুমট ধরা গ্রীষ্মের একটিক্ষণ
দেবো পূর্ণ বর্ষার বানে ছই নৌকায় ভাসানো প্রহর।
সবুজে মোড়ানো বাষ্পে ঘেরা একটি চাঁদনী রাত
ফাগুনে আগুন ঝরানো রাশি রাশি কৃষ্ণচূড়া
নীলাকান্তের আঁচড়ে পড়া ঢেউয়ের গর্জন
মৌন মহান পর্বতের ভালোবাসার সুখের কান্না
এর সবই দেবো তোমায় উপহার এই যাত্রায়।
তুমি চাইলে এই আমার পৃথিবীটা দেবো উপহার
এই আমার পৌরুষ, আমার শৌর্যের তলোয়ার
আমার আদি-মধ্য-অন্ত, দেহ-মন-দিগন্ত
এর সবই তোমার জন্যই, শুধু তোমার জন্যে কৃষ্ণচূড়া।
উৎসর্গঃ কবির কৃষ্ণচূড়াকে
