সপ্তর্ষিমণ্ডল
- সাজ্জাদুল বারী
সাত তারাতে গল্প করছে সৌরজগৎ নিয়ে
বাসযোগ্য গ্রহ কোনটি দেখতে হবে গিয়ে।
কোন গ্রহের প্রাণিগুলো শান্তি প্রিয় হয়
সুখের সাথে করছে বাস অশান্তিতে নয়।
প্রথম জনে বললো উঠি আমার কথা শোনো
এ সপ্তাহ চলছে ছুটি নাই হাতে কাজ কোনো।
সবাই মিলে ঘুরতে যাবো ভিন্ন ভিন্ন গ্রহ
খুঁজে খুঁজে দেখবো সেথায় আছে নাকি দ্রোহ।
দ্বিতীয় তারা আর্জি জানায় আমার বড় শখ
চাঁদের বুড়ি দেখতে যাবো কষ্ট যতই হোক।
প্রথম তারা বললো হেসে তুই একটা জড়া
চাঁদে আবার বুড়ি কোথায় খানা- খন্দে ভরা!
দেখছো যেসব এখান থেকে চড়কা বুড়ির মতো
আসলে তা বুড়ি নয় পাহাড় -পর্বত যতো।
তৃতীয় তারা বলে তখন আমি যাবো মঙ্গল
করবো ভ্রমণ ইচ্ছে মতো থাকে যদি জঙ্গল।
সগৌরবে চতুর্থ কয় — শনিতে সে যাবেই
গর্ত করে সেখানে সে খোঁজ পানির পাবেই ।
পঞ্চমে কয় চুপটি করে আমার কথা শোনো
গল্প করে নষ্ট করছি সময়টাকে কেনো?
যাবোই যদি সবার যেনো এক গ্রহে হয়
বলছি আমি পৃথিবীকে করবো এবার জয়।
ষষ্ঠতে কয় এটাই সঠিক পৃথিবীতেই যাবো
ইচ্ছে হয় ফল - পাকুড় পেড়ে - কুড়ে খাবো।
কাটবে ছুটি মনের মতো হাস্যরসে যেখানে যত
ধুলা বালি মাখবো গায়ে রাখাল ছেলের মতো।
সন্ধ্যা হলে ফিরবো ঘরে নাই দ্বিধা লেশ কোনো
মা বকলে চুপটি মেরে সবাই থাকি যেনো।
আসমানেতে থাকি মোরা সাপের মতো কুণ্ডলে
সপ্তমে কয় আমরা যে ভাই সপ্তঋষি মণ্ডলে!
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম