5:06 AM, 13 November, 2025

কবি সাজ্জাদুল বারী’র মাতৃভূমির প্রতি ভালোবাসা

inbound4460834232002909502

মাতৃভূমির প্রতি ভালোবাসা

— সাজ্জাদুল বারী 

অধ্যাপনা করার সময় —
একাধিক বার নিয়োগ বোর্ডের সদস্য ছিলাম।
একবার নিয়োগ পাওয়া সর্ব কনিষ্ঠ এক প্রার্থী
বলেছিল; স্যার আমাকে আপনার সাথে রাখবেন।
কিন্তু তা সম্ভব হয়নি—
তাকে অন্য ক্যাম্পাসে পাঠাতে হয়েছিল।
প্রায় তিন মাস পর—
কলেজের কেন্দ্রীয় মিটিংয়ে দেখা হলে
কাঁচুমাচু করে বললো, স্যার
বর্ষার ছুটিতে বিরিশিরি যাবেন?
বললাম হঠাৎ বিরিশিরি কেন?
বিরিশিরি আমার এলাকা স্যার।
নেত্রকোনার বিরিশিরি তো?
জি স্যার—
কি কি আছে তোমার এলাকায়?
অনেক কিছু স্যার, অনেক কিছু আছে……
আপনি চোখ ফেরাতে পারবেন না স্যার।
বিরিশিরি গেলে প্রথমেই দেখবেন
সুলতান কমর উদ্দীন রুমীর মাজার,
কোচ রাজার সাথে যার লড়াই হয়েছিল!
দেখবেন খর্বকায় চ্যাপ্টা নাকধারী রাজবংশী,
এদের সংখ্যা কিন্তু অত্যধিক নয়;
বেশি দেখবেন গারো,হাজং,সাগমা,মারমা, বানাই
এরাই এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠী।
আষাঢ় মাসেই আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান
নাচ গানে মুখরিত থাকে তখন পুরো এলাকা।
ছবির মতো সুন্দর গ্রাম বিজয়পুর;

এখানে আছে নীল জলের হ্রদ আর চীনা মাটির পাহাড়।
দেখবেন আঁকা বাঁকা সোমেশ্বরী নদীর রূপ
কীভাবে পাহাড়ের মাঝ থেকে নেমে এসেছে।
হ্রদের এই নীল জলের উৎস হচ্ছে সোমেশ্বরী।
সোমেশ্বরীর নীল জলে ভেসে আসে বাদামী বালু ও কয়লা,
নদী প্রতিবেশীর অনেকের জীবিকা এই সোমেশ্বরী।
নৌকায় সোমেশ্বরী পার হয়ে যেতে হয় রানীখং
সেখানে দেখবেন নারী নেত্রী হাজংমাতা রাশমনির
স্মৃতিসৌধ।
দুর্গাপুর থেকে রানীখং শুধু পাহাড় আর পাহাড়
পাহাড়ের অপরূপ রূপকে ভূস্বর্গ বলে মনে হবে।
দেখবেন সেখানের মাটি! রঙের বাহার কাকে বলে
সাদা, গোলাপী, নীল…………..
এ জেলার পশ্চিম প্রান্তে আছে কুরি বিল
দেখবেন ঝাঁকবেঁধে ভাসছে বিভিন্ন প্রজাতির হাঁস।
বিলের উভয় পাশে আছে খোলা প্রান্তর
ফসলের মাঠ দেখে মনে হবে সবুজ সৌরজগৎ
একটু সামনে গেলেই দেখবেন কমলারীনীর দিঘি
স্যার,মৈমনসিংহ গীতিকার সে-ই কমলার দিঘি।“

সহকর্মীকে থামিয়ে ওর মুখের দিকে তাকালাম
কথা না বলে মৌন হয়ে দেখলাম কয়েক মিনিট।
মৌনতা ভেঙে বললাম,
আকাশ, তুমি কি গল্প – কবিতা লেখ?
না স্যার, কোনোদিন লিখিনি।
শোনো এখন থেকে নিয়মিত লিখবে।
আকাশ তোমার জেলাকে খুব ভালোবাসো না?
কেন স্যার!
শোনো আমি আর বিরিশিরি যাচ্ছি না।
তোমার চোখেই আমি বিরিশিরির রূপ দেখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *