হৈমর সাথে কথোপকথন (এক)- একে আজাদ

হৈম,
তোমাকে নিয়ে আমি স্রোতশূন্য নদী কখনোই পাড়ি দেবো না। জীবন কী এতো নিরস হলে চলে বলো? স্রোত থাকবে, ঢেউ থাকবে, থাকবে উজান থেকে ধেয়ে আসা ঝড়। দোল খাবে আমাদের দুজনের গড়া ভালোবাসার নৌকো। আঁচড়ে পড়ব একজন আরেকজনের বুক প্রান্তরে।
হাঁটব মরুর ঝড়ে অনন্তকালের পথে হৈম তোমায় নিয়ে। বালুকণায় ঢেকে যাবে সমস্ত মরুপ্রান্তর। ঢেকে যাবো আমরা দুজন দুজনের পাজর আঁকড়ে ধরে। হারাব অনন্তযাত্রায়। এমনও ঝড়ে গড়ব একটি বাগান দুজনের মন গহীনে, ফুটাব শিউলি ও রজনীগন্ধা।
হৈম,
এক অদ্ভুত! ভালোবাসাময় বন্ধনে আবদ্ধ হবো আমরা। শত কালবোশেখী কিংবা জলোচ্ছ্বাসেও অমলিন ও বেগবান থাকবে আমাদের প্রেমের উচ্ছ্বাস। হারাবো মরু প্রান্তরে, অতল তটিনী-সাগরে কিংবা কোনো এক অনিকেত প্রান্তরে।
