
অভিপ্রায়
মোঃ সফিকুল ইসলাম শরীফ
মিথ্যে সুখের খেলায় ডুবে, কি এক আকাঙ্খায়
প্রত্যাশাধিক আশাগুলো এভাবেই আশা দিয়ে যায়।
ঠিক যেমন, ভোরের শিশির সূর্যের রশ্মির ছোঁয়ায়
মুক্ত হয়ে জ্বলতে কুয়াশা কাটার প্রহর গুণে যায়।
হেরে যেতে যেতে হারিয়ে ফেলি নিজেকে।
পরাজিত তবু হাত বাড়িয়ে স্বেচ্ছায়,
দৌড়ে যাই, থমকে, থেমে, ফিরে চাই। ছুটে চলি,
কি এক না-পাওয়ার অদম্য ইচ্ছায়।
কারও আশায় প্রহর গুণে গুণে অবশেষে না পাওয়ার
তিক্ত সন্তুষ্টির পেয়ালা পান করে খিদে নিবারণ করি কতো না পাওয়ার!
ব্যক্তি আবেগের প্রশ্রয়গুলোর নিতান্ত অবহেলার নিদারুণ যাতাকলে,
অতি লোভী হৃদয় বিদ্রোহ করে কারও সঙ্গ পাওয়ার।
পায়না কিছুই শুধু পুড়ে হৃদয় অনলে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম