6:35 AM, 13 November, 2025

 শিশুকবি রেহনুমা তাবাসসুমের কবিতা “অস্পৃশ্য পরাশক্তি”

inbound980678356068889962

 অস্পৃশ্য পরাশক্তি

রেহনুমা তাবাসসুম

করোনা তুই পরাশক্তি ভারি!তোকে নিয়ে বিশ্বে এতো আহাজারি,

বিশ্ববাসী নাম দিলো তোর ভীষণ পাষাণ মহামারী।

তুই নেই কোনো বাছবিচারে, চেপে বসিস যার তার উপরে।

আসিস তুই নীরবে,নিভৃতে রে,যাস সব উলট পালট করে।

করোনা,ছাড়িস না কারও মা বাবাকে,

স্রষ্টা ছাড়া সাধ্যি কার,আটকে রাখে?

তোর অতলগ্রাসে শুধু বাঁচার হাহাকার

আর আপনজনের আর্তনাদ আঁকে।

 

হাসপাতালে হাসপাতালে আর

কতো ছুটোছুটির ঘোড়দৌড়,মানুষের চিৎকার!

তারপরও ক্ষান্ত হয়না তোর পাষণ্ড,নির্মম হুংকার,

কবে হবে শেষ তোর না জানি আঘাত সর্বপ্রকার।

এসেছিলি তুই নাম নিয়ে কোভিড নাইনটিন,

মানব শরীরে বসবাস থাকে তোর চৌদ্দদিন।

কতো দোয়া কতো দরুদ হলো আমাদের শেখা,

তবুও তটস্থ থাকি দেখে তোর বাড়ন্ত পাখা।

পাখা নেড়ে হাতছানি দিয়ে শুধু বলিস

আমাকে ছোঁও, আমাকে ছোঁও, ইশ!

 

আর কতো প্রাণ করবি হরন, নিয়ে আবার নতুন ধরন,

কবে পাবে রেহাই বল আবাল,বৃদ্ধ,শিশু আর তরুণ।

দোহাই তোকে যা চলে যা,আমাদের সংস্পর্শ ভবে,

বিশ্ববাসী আবার শান্তির নিঃশ্বাস প্রশ্বাস নেবে তবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *