
দাও, উপভোগ করি
মোঃ সফিকুল ইসলাম শরীফ
এতো করে যখন বলছো, না করার কি উপায় আছে?
দাও, যন্ত্রণাইতো! উপভোগ করলে তুমি খুশি? তাহলে দাও এবার যন্ত্রণা উপভোগ করি।
ফলের গুণাগুণ আর কে খোসায় খুঁজবে বল?
ইটের গুন যেমন দালান দেখে বুঝা যায় না, তেমনিতো যন্ত্রনাও। দাও, উপভোগ করি।
আলোর অন্তরালে কঠিন তাপের লাভা ক'জন দেখে বল? তবু আলোর দিশারী এ জগতের সবাই। আমি তাদের দলের না। দাও, উপভোগ করি।
ঝরের বাতাসের তীব্রতাতো সবারই জানা।
তাই বলে কেউকি ভাবে ঝরের বাতাসে ঝরে পড়া পাতার সংখ্যা? আমি সেই ঝড়ে পড়া পাতা। দাও, উপভোগ করি।
ভালোবাসা যার সুখ কেরেছে তার, কিসের ভালোলাগা? তার কিসের মন্দ-ভালোর স্বাদ?
দাও, যন্ত্রণাইতো! উপভোগ করলে তুমি খুশি? তাহলে দাও এবার যন্ত্রণা উপভোগ করি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম