" ভগ্ন হৃদয় " যখন স্বপ্ন ছিল ,
স্বপ্ন যখন ছিল যৌবনে , একটা তারুণ্য ছিল ,
স্ফুর্তি ছিল তাজা মনে । উৎসাহ ছিল সমস্ত কাজে ,
আত্মবিশ্বাস ছিল হৃদয় মাঝে আনন্দ উচ্ছ্বাস ছিল জীবনে ।
আজ স্বপ্ন ভেঙ্গে গেছে , তাই
নিরুৎসাহিত জীবন , পৃথিবী লাগে বিষময়!
রয়েছে মরণের ভয়, তাই আজ -
নেই কোন কল্পনা , বাস্তব জীবনে
শুয়ে শুয়ে আর স্বপ্ন দেখি না ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম