কবি বিধান সান্যাল সুমন এর কবিতা – মেধা বি

মেধা বি
আমি আবার লেখাপড়ায় ভীষণ রকম পাকা,
হাতের লেখা দেখো যদি,ভাববে চিত্র আঁকা!
‘বাংলা’ পড়তে বসি যখন,উচ্চারণের বাহার,
খাতায় লেখা বানান দেখে ভুলবে নিদ্রা আহার।
‘ক্ষ’ আর ‘হ্ম’ তে দেখি কি যে ভীষণ প্যাঁচ,
ইংরেজিতে এবিসি জ্ঞান,ওটুকুই যা ব্যাস।
অংকটা ভাই গোলমেলে খুব,বুঝি না এক চুল,
ডানের শূণ্য বামে গেলেই মস্ত বড় ভুল।
বিজ্ঞানে জ্ঞান অন্যরকম,পৃথিবী ক্যান ঘোরে,
‘পেটে ক্ষুধা’ তাই পৃথিবী হয়তো ছুটছে জোরে!
ভূগোল,সমাজ,অর্থনীতি,পৌরনীতির ধারা,
সবই আমি দেখছি পড়ে,করছি না হাতছাড়া।
ছাড়ি নি হাল,বসে আছি,দেখি কি হয় শেষে,
এমন মেধা আর পাবে না,সারা বঙ্গদেশে!
