
কথা রাখা
বিধান সান্যাল সুমন
কথা দেয় অনেকেই,রাখে বলো কয়জন,
দিলে কথা রাখাটা,বড় বেশি প্রয়োজন।
বেকারের ভরসা,কথা দিছে বড় ভাই,
'আমি আছি,ভয় কি!চাকরিটা হবে তাই।'
দিন,মাস শেষে তার বাড়ে শুধু হতাশা,
'বড় ভাই' পর হয়,ছেড়ে দেয় সে আশা।
বড় বস কথা দেয়,'দেখি কি করা যায়,
বেতন তো বাড়াবো,আছি বেশ ঝামেলায়!'
কথা দেয় বাড়াবেই,টার্গেট পূরণে,
বহুকাজে ভুলে যায়,রাখে কি তা স্মরণে!
মন প্রাণ দেওয়া শেষে,প্রেমিক আর প্রেমিকা,
'পারবো না থাকতে,তোমাকে ছেড়ে একা।'
অবশেষে একদিন,দুইদিকে দু'জনায়,
কথা শুধু কথা হয়ে,বাতাসেই মিলে যায়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম