5:05 AM, 13 November, 2025

কাজী নাসিরের “কথপোকথন”

FB_IMG_1623861661557

– খবর পেয়েছো ?
– না! কি খবর?
– অহেতুক আনাগোনা।
– আরে কী বলো তো তুমি!
– ছুটির দিনে কত কথা! কই তা না বলে লেগে আছো ফেলে আসা অহেতুক অতীত নিয়ে! যাই, চলো।
– কোথায়?
– অজানা গন্তব্যে।
– ঠিকানা আছে?
– না। অজানা গন্তব্যের ঠিকানা থাকতে নেই।
– কোথায় যাবে,কী হবে,বলতো বুঝিয়ে!
– বুঝাতে হবে না চলো।
– ওহ্ আচ্ছা!
– না বুঝেই?
– সবকিছু কী আমাকে বুঝতে দাও?
– সবকিছু বুঝতে হয় না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *