কবিতা- যৌতুক

যৌতুক
সুমাইয়া আক্তার (মিম)
ছেলেরা যৌতুক নিয়ো না
পরকালে পাপের ভাগি হয়ো না।
এই দুনিয়ায় বাঁচবে তো দু’দিন
কবরে থাকতে হবে দিনের পর দিন।
শাস্তি হবে অত্যন্ত কঠিন
ক্ষমা পাবেনা আল্লাহর কাছে সেদিন।
জাহান্নামের আগুনে পোড়াবে সারা শরীর
ভয়াবহ আগুনের তাপ সহ্য হবেনা ওইদিন।
সাপ বিচ্ছুর কামড়ে নীল হবে শরীর
পালাতে পারবে না আল্লাহর থেকে কোনোদিন।
