প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২১, ১:৫৮ এ.এম
কবিতা: তোমাকে পাবো না কখনো

তোমাকে পাবো না কখনো
মোহাম্মদ হানিফ মন্ডল
তোমাকে পাবো না কখনো
এটা ভাবতে ভাবতে,
এই স্বপ্নের ঘোরে ঘুম আসেনি সারারাত
তোমাকে পাবো না কোনোদিন কোনোরাত।
যেটা আমার ছিল না সেটার জন্য বাড়ে বেদনা!
যা নেই কিংবা যা পাবো না,
ঘুরে ফিরে সেটাই ভালোবাসা।
তাকে হারানোর আগে,
কষ্ট দুঃখ দুই ভাই আমাকে জড়িয়ে ধরে
তাকে হারানোর পরে,
সর্বনিম্ন কষ্ট বোধহয়, নিজের গায়ে আগুন দিয়ে পুড়া।
তোমাকে পাবো না কখনো,
এটা জানার পরেও অসীম ভালোবাসায় জড়ানো।
চোখ ভর্তি জল আর মুখ ভর্তি হাসি,
দুটোই যেন গ্রাস করে আমাকে।
তারপরে, এখানে আর তারপরে থাকে না
শেষ হয় তোমাকে হারানোর সুখ দিয়ে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম