
ভালোবাসি
মাফিয়া ইয়াসমিন মেধা
তোমার মুখের মিষ্টি হাসি,
মুক্তো রাশি সদাই ভালোবাসি।
তোমার চোখের ঐ ইশারায়,
বারেবার ছুটে আসি।
তোমার ছায়া বাড়ায় মায়া,
ভালোবাসি শত অভিমান।
তোমার মুখের অস্ফুট বাণী,
আমার তৃষ্ণার অভিধান।
তোমার কথার যত বর্ণমালা
আমার গানের সুর,
ভালোবাসি তাই গেয়ে বেড়াই
রাগ হয়ে ওঠে সুমধুর।
তোমার মাথার ঘনকালো কেশ,
ভালোবাসি ঐ বেণিবন্ধন।
তার সুবাসে উতলা মন,
বেড়ে যায় হৃৎস্পন্দন!
তোমার কণ্ঠ কোকিল সুরা
আমার বসন্ত বাগে,
ভালোবাসার সুর বাজে রোজই
আমার রাগে অনুরাগে।
চাঁদ মাখানো কপোল তোমার
ভালোবাসি তার তিল,
সুখ সাগরে নিত্যই হয়
আনন্দেরও মিছিল।
গোলাপ আভার গোলাপি অধর
ভালোবাসি তার মন্থন,
স্পর্শে তাহার যাই হারিয়ে
হৃদয়ে বাড়ে কম্পন।
দেহের ঘ্রাণে মন মাতোয়ারা
আমার নিঃশ্বাস-প্রশ্বাস,
তোমার ভালোবাসা স্বর্গ আমার
আত্মার যত উল্লাস।
তুমি আমার সূর্য শশী,
সোনা ঝড়ানো আলো।
লক্ষ কোটি তারার মাঝে,
তোমায় বাসি ভালো।
তুমি আমার জীবন বীণা
খাঁচার পোষা পাখি,
বেঁচে থাকা প্রাণের রসদ
ভালোবাসায় আগলে রাখি।
উৎসর্গঃ প্রিয় কবি সাকিব শাকিলকে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম