কবি এবিএম সোহেল রশিদ এর জোড়া কবিতা

দ্বিধার চিত্র
সর্বত্রই চলছে সার্কাস! ক্লাউনের চোখ ছানাভরা
উপস্থাপন মঞ্চে চলছে আত্মঅহংকারের মহড়া
প্রেম বড়, না ভোগ বড়! এ বিতর্ক থাকা সত্বেও
অযথা করছো লড়াই, উপহাসের আড়ালেও
দ্বিধান্বিত মানুষের দ্বন্দ্বে, সত্য হয় না পরাজিত।
.
তুমিও মানুষ আমিও মানুষ, তবে কেন বিভেদ
কাউকে ভালোবাসো, কাউকে কর ব্যবচ্ছেদ
একই বিছানায় দিনরাত, ভেতরে দূরত্বের মাঠ
অন্যের জন্য ফুলগুচ্ছ, আমার জন্য ক্রশকাঠ
হায়! এক চোখে উচ্ছ্বাস, অন্য চোখে দীর্ঘশ্বাস।
.
পৃথিবীর পথে হাটছি যত, দেখছি ততই অবক্ষয়
হৃদয় না ছুঁয়ে, ছুয়ে ফেলি দুর্ভাবনার অক্ষিবলয়
এতো বুদ্ধি, এতো শক্তি, সবই গেল অকাজে
মানবতা ধুলোয় গড়াগড়ি, মেধা ব্যয় যুদ্ধজাহাজে
এসো মুছে ফেলি দ্বিধার চিত্র, হয়ে উঠি পবিত্র ।
তুমি
আমি ফিজিক্স বুঝি না, সম্পর্কের উষ্ণতা বুঝি
আমি কেমিস্ট্রি পারি না, তোমার স্পর্শ মাখি
আমার ভেতর বাস করে একটা পূর্ণাঙ্গ ‘তুমি’।
.
গণিত বুঝি না, বুঝি দুটি মনের একটি যোগফল
জ্যামিতি বুঝি না, বুঝি ত্রিকোণ সমান গণ্ডগোল
আমার বুকের মাঠ জুড়ে ‘তুমি’ প্রেমযমুনার ঘাট।
.
ভূগোল আমায় দেখায় না কোনো ভরসাস্থল
ইতিহাসের পাতায় প্রেম মানেই যুদ্ধের কোলাহল
আমার চোখের শেষাবধি ‘তুমি’ খরস্রোতা নদী।
.
কবিতা বুঝি না, বর্ণমালায় নিজেকে খুঁজি
গান বুঝি না, সুরের মূর্ছনায় অঝোরে কাঁদি
আমার ভেতর ‘তুমি’ তৃষ্ণার উত্তরসূরী।
