
অপেক্ষায়
হৃদয় সাহা
এই অবেলায় এসো না তুমি
এসো শুভক্ষণে,
যখন ওঠবে সূর্য,হবে সুপ্রভাত
আমি থাকবো তোমার প্রতীক্ষায়।
এখন আমার দুঃসময় প্রবাহমান
আছি নিজের মত একাকী,
রাখতে চাইনা তোমাকেও
আমার এই কষ্ট বেলায়।
তাইতো করছি বারণ,করছি নিষেধ
তোমাকে রাখবো আমি রানীর মত
সবচেয়ে নিকটতম স্থানে।
দাও আমায় কিছু সময়
কিছু অবেলা-
এই অবেলায় গড়বো আমি
আমার তোমার সুবেলা।
হাতটি ধরবে আমার শক্ত করে
তাইতো এত আয়োজন,
তাহলে তো কিছু সময় চাই আমার
বাধঁতে তোমায় আমরণ।
সুন্দর একটি সংসার চাই আমি
যা গড়বে তুমি,
তোমারই প্রবল বিশ্বাস থাকবে আমার চারিদিক।
হয়ত কেটে যাবে অবেলা,
হয়ত আসবে নানা ঝড়,
হয়ত দ্বিধায় থাকবে তুমি,
কিন্তু মনে রেখে সুসময়েই
আমি আনবো তোমায়,
করবো বরণ আমার মনোঠিকানায়।
তুমি থাকো অপেক্ষায়,
আমি থাকি অবেলায়।
কথা দিবো না,বাঁধা দিবো না,
রাখবো না শর্ত,যদি উড়ে যেতে চাও,
কখনো করবো না নিষেধ।
শুধু অনুরোধ,
আর ফিরে এসোনা কোনোদিন
আমার আঙিনায়,
আমি নিবোনা তোমায়।
কারণ তখন থাকবে আমার সুসময়
চারিদিকে পরিপূর্ণতায় ভরা,
তোমারই কারণে
তা হয়না যেন লন্ডভন্ড।
ভালবাসি,ভালবাসবো কিন্তু তা বাস্তবতায়।
না আবেগ, না অনুরোধ,
শুধু মানবো বিবেক।
বড় অবেলায় লিখছি তোমায়,
নিয়ো না কষ্ট,
আমি তোমারই,
শুধু তোমারই,আমার অপেক্ষায়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম