ভিতরে ভিতরে
হাসনাত নাগাসাকি
যারা আমার বাহির-চেহারা দ্যাখে - তারা
ভাবতেই পারে না, ভিতরে ভিতরে আমি কতটা হিংস্র বাঘ। মনেমনে ধরে খাই হরিণশাবক এবং কুকুর।
যারা আমার বাহির-চেহারা দ্যাখে - তারা
ভাবতেই পারে না - ভিতরে ভিতরে আমি কতটা কুকুর। সন্ধ্যা হলে এবং না হলে - ছুট দিই বিড়ালের পিছে। বিড়াল আমি খাই না বটে ; তবু তাকে লাগতে আর লাগাতে দিই না বিড়ালির সাথে।
যারা আমার বাহির-চেহারা দ্যাখে - তারা
ভাবতেই পারে না - আমার ভিতরে এক মিনমিনে বিড়াল ইঁদুর ধরে খায়। ইঁদুরের লেজ পড়ে থাকে, তারপর, ঘরের কোনে।
ইঁদুরেরা গেরস্থের শষ্য কেটে খায়। আর কাটে গরম জামা। একান্ত অন্ধকারে আমিই সেই ইঁদুর।
কাটাকুটি খেলা শেষে আমিও যাই বিলের জলে। সেখানে মাছের চেয়ে বেশি থাকে জোঁকের বিস্তার।
যারা আমার বাহির-চেহারা দ্যাখে - তারা
ভাবতেই পারে না - ভিতরে ভিতরে আমি রক্তচোষা জোঁক।
°°°
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম