রেহনুমা লাবণ্য’র “প্রশান্তির রাত”

প্রশান্তির রাত
রেহনুমা লাবণ্য
একটা প্রশান্তির রাত
অথচ অসহ্য রকমের যন্ত্রণা নিয়ে
চিৎকার করে কাঁদতে পারছি না
কপোল বেয়ে অজস্র ধারায় অশ্রু ঝড়ছে
নিঃশব্দে যত জোর আছে
সবটুকু দিয়ে নিঃশব্দেই চিৎকার করছি।
মনে হচ্ছে আমাকে তিনি দূর থেকে লক্ষ করছেন
আজ ওই চাঁদ,নক্ষত্র,মহাকাশ সকলে জেগে আছে।
বুকটা কত খালি খালি লাগে জানো?
জায়নামাজ জড়িয়ে কিছুটা প্রশান্তি হলো
কান্না ভেজা চোখ শুকালো জায়নামাজে
অতঃপর খুঁজে পেলাম প্রশান্তির রাত
আবারও মহানুভবতার সৌন্দর্য দেখে
উপভোগ করলাম আজকের প্রশান্তি অর্জনের রাত।
