3:27 AM, 13 November, 2025

কবি মোঃ সফিকুল ইসলাম শরীফ এর কবিতা ” আমি আসবো”

inbound8329287394658804056

আমি আসবো
মোঃ সফিকুল ইসলাম শরীফ

যদি খুব বেশি মনে করো আমায়,
তোমার একাকীত্বে যদি বিষাদের সুরে বাজে,
যদি না পাওয়ার সাধ তার গুণ হারিয়ে,
তার সাধ পাল্টাতে চায়,
পেতে চায় সেই ফেলে আসা সুখ,
আমায় ডেকো, আমি আসবো।

যদি কখনো কৃষ্ণচূড়ার ছায়া তলে হাঁটতে হাঁটতে,
তার লাল পাপড়ির ঝরা ডাল হাতে দোলানো ছন্দে পাশে চাও,
যদি গোমতীর পাড়ে সবুজের পাড়ে বসে
এ দুটো হাত ছোঁয়ার বাসনা জাগে কখনো,
আমায় ডেকো, আমি আসবো।

যদি কখনো অট্টহাসিতে উপরে তোলা মুখ অনুভব করে,
স্মৃতির হাসিতে আকাশ দেখার দুটো চোখের অনুপস্থিতি,
অনুভবে যদি মনের অনুভূতির আগুন জ্বলে
হৃদয় পোড়াতে চায়,
আমায় ডেকো, আমি আসবো।

যদি কুয়াশার ভোরে, জানালা খুলে দূরপানে তাকিয়ে,
হঠাৎ কল্পনায় ভেসে আসে ভীরু চোখে
চাদরে মোড়া কারো চিরচেনা মুখ,
যার চেনা মুখের অজানা সন্ধানে তুমি ক্লান্ত প্রায় আজ,
আমায় ডেকো, আমি আসবো।

যদি আপন মানুষের অচেনা স্বভাব
মনে করিয়ে দেয় আরও আপনকে,
যদি হাহাকার ভরা হৃদয় তার বেদনা প্রকাশের পঙ্গুত্ব নিয়ে,
বাঁচার আসায় মধ্যসাগরে আঁকড়ে ধরা
কোনো খবরের সন্ধান চায়,
আমায় ডেকো, আমি আসবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *