3:27 AM, 13 November, 2025

কবি মোঃ সফিকুল ইসলাম শরীফের কবিতা ”স্বপ্ন যন্ত্রণা”

FB_IMG_1620009625789

স্বপ্ন যন্ত্রণা
মোঃ সফিকুল ইসলাম শরীফ

কোনো এক ভোরে, তোমার চোখ পরেছিল চোখে,
তোমার মিষ্টকথায় মন ভরেছিল।
আমার দৃষ্টি অপলোক তাকিয়ে তোমার ভাবনায় ডুবে,
কি এক সুতোয় কাছে টানছিল।

কতবার সেই পথে গেছি, যে পথে হেঁটেছিলে তুমি,
হাঁটার ছন্দে ওড়নায় দোল খেত বাতাস।
তোমার কাজল চোখের মায়া ভরা চাহনিতে বিলিয়ে দিয়েছি,
আমার অবাধ্য বিশ্বাস।

হয়তো ভালোলাগার অর্থ অনুধাবন করার শক্তি ছিল তাই,
আড়ালে আবডালে তুমিও খুঁজেছ।
হয়তো তাওনা, হয়তো মনের অভিলাসে তাকিয়েছি কিছুকাল,
হয়তো ভালোবাসি বুঝেছো।

এভাবেই কেটে যাওয়া দিনগুলো প্রণয়ের আশায়,
কাছে আশার স্বাদ বুঝেছে।
আমার মনের দুয়ার সেদিন বরণ ঢালাতে
মুখরিত, তোমার পদস্পর্শ আমার চৌকাঠ ছুঁয়েছে।

জীবন আজ নতুন পত্রপল্লবে চিরসবুজ,
আশার সকল সীমানা আজ মুঠোয় আমার।
জীবন ফ্রেমের ভেতরে আজ রঙ্গিন ছবি, তুমি,
আমি আর, সুতোয় বাঁধা সুখের সংসার।

হঠাৎ নিয়তির কঠিন প্রশ্ন, ”এ হাসির মুল্য বুঝিস?
কি করে ভাবিস এই নীলপদ্ম তোর হৃদয় যমুনার?”
আমি নির্বাক, অসহায় কোনো পথহারা পথিক,
যেন ভেসে যাওয়া খড় কোনো এক স্রোতের মোহনার।

যেন তরঙ্গের সাথে তাল মিলিয়ে চলা কোনো ভাসমান শ্যাওলা,
যেন বৈঠার বিশ্রাম নেওয়া দোলে চলা নৌকা।
যেন উত্তরের বাতাসে ভেসে চলা মেঘ, যেন খোকার হাতের
সুতোছেঁড়া ঘুড়ি, যেন শূন্য মরুবুকে বড় একা।

তোমার হাসির আড়ালে তোমার অভিমান দেখতে পাইনি,
বুঝিনি পাওয়ার অভাব।
পারিনি বুঝতে অযোগ্য আমি। কি করে বুঝবে বল?
তোমায় ভালোবাসা যার স্বভাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *