5:06 AM, 13 November, 2025

কবিতাঃ আমার সর্বনাশ

received_1305927776269734

আমার সর্বনাশ
সফিকুল ইসলাম শরীফ

শ্রাবণ ঘণ বরষায়,
আমার হৃদয় কাঁদছে কার ইশারায়,
কার জন্য মন কেঁদে বেড়ায়,
হতাশার জালে, নিরব একেলায়।

কোন সুখ হারিয়েছি যা-
স্মরণে না আসে যে কভু,
বেদনার সব রঙ্গ লাগিয়ে মনে
নীরবে, নীরবে খুঁজেছি তবু।

মনের দুয়ারে বসন্ত এলো,
হিমেল হাওয়ায় দুলছে ফুল,
পাপড়ির ভাজে ভাজে গন্ধ ছড়িয়ে,
রজনীগন্ধায় ফুঁটছে মুকূল।

দীঘির জলে, জোৎস্নার ছায়া,
ছিটিয়ে দিল এ কোন মায়া?
তবু কেন জাগে না আজ
আমার এ দেহ কায়া?

একলা জেগেছি দীর্ঘ নিশি,
ছেড়েছি কতো দীর্ঘশ্বাস,
তুমি নাই তাই ঘটল বুঝি,
আমার সর্বনাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *