
খোঁজে
-সফিকুল ইসলাম শরীফ
এতটা পথ দিয়েছি পাড়ি,
আার সামান্যইতো বাকি;
অবেলায় এসে, শেষ পথে বসে,
কিভাবে তোমায় ডাকি।
তুমি দূরের বাসীনী,
দূরেই তুমি থাকো।
স্বপ্নীল মরীচিকা স্বপ্ন দেখাতে,
আর পিছু ডেকো নাকো।
নীল সমুদ্রের সফেদ ফেনার মতো,
হয়তো ভাসতে ভাসতেই মিশে যাব।
নতুন কোনো তরঙ্গ আবার তুলবে ঢেউ,
তবে আমি নই, আমিতো দূরেই রব।
কোনো জোৎস্না রাতে, কোনো হিমেল হাওয়ায়,
হাসনা হেনার গন্ধে, কিংবা কালো দিঘীর জলে,
আমায় খুঁজবে হয়তো আবার,
নেহাত একা থাকার ফলে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম