কবিতাঃ তাদের কাছে কাতর

তাদের কাছে কাতর
–সফিকুল ইসলাম শরীফ
জল আর মীন আপন সঙ্গী,
সম্পর্ক বড়ই মধুময়;
জেলে পাড়ার জেলেদের দায়,
তাও সম্ভব নয়।
বৃক্ষ করেছে সঙ্গী লতাকে।
লতা কী যে লাজে মরে!
ভালোবাসায় আগুন লেগেছে,
লতা ছিঁড়েছে পরে।
পাখির সনে গানের ভাব,
গায় ঘুরে বন বাদারে;
সেই ভাব আজ নিস্তেজ প্রায়,
শিকারির তীরের পরে।
পাহাড় মাটির ভাব জমেছিল,
তারা থাকবে একই গাঁয়ে;
সে আশাও সাঙ্গ হলো,
বসত ভিটার দ্বায়ে।
নদীগুলোও শুকিয়ে যাচ্ছে,
ভাবের নাইযে দেখা;
নদীও আজ কিনছে সবে,
হোক না আকাঁবাঁকা।
মানুষ গুলোও কেমন যেন,
মনগুলো সব পাথর,
বাঁচার জন্য পৃথিবী আজ,
তাদের কাছে কাতর।
