6:35 AM, 13 November, 2025

কবিতাঃ টোকাই

received_248246463280497

টোকাই
মোঃ সফিকুল ইসলাম শরীফ

খোলা আকাশে জন্ম নিয়েছি,
হয়েছি ভবঘুরে;
তাইতো আজ ঘুরেফিরে আসি
তোমাদের দুয়ারে।

দিন যায় আমার কোনো এক সাহেবের
দামি গাড়িটি চেয়ে;
শহুরে সব বাবুরা যে আজ
হাঁটতে চায়না পায়ে।

মাঝে মধ্যে বসে, দাঁড়িয়ে,
খানিক জিরানোর পালা;
বাবুরা যদি চলে যায় তাই
দু-চোখে দেইনা তালা।

খানিক দাঁড়ালে দু-একটি গাড়ি,
দুটো টাকাইতো চাই;
তাতেও তারা তুচ্ছ সুরে বলে,
তাদেরও নাকি নাই।

কেউ আবার সজোরে ক্ষ্যাপে,
গর্দানে চালায় হাত;
রক্তে আবার লাল করে দেয়,
শহরের ফুটপাত।

ভাবি মনে মনে, এমন দশা যদি,
তোমার ছেলের হতো;
কেইস-মামলা, কোর্ট-কাচারি,
বাহানা বানাতে কত!

তোমাদের সন্তান ডাক্তার হবে,
অসুখ সারাবে সবার;
আমার মা যে অসুখে মরে,
বলো, খবর নিয়েছো ক’বার?

তোমার খোকার অসুখ হবে তাই,
লাগতে দাওনা বালি;
চেয়ে দেখো সাহেব আমার জামার,
পুরোটাই জোড়াতালি।

একটু যদিও খাও কোনো কিছু,
বাকি অপচয় পুরোটাই;
আমাদের তা বলতেও মানা,
আমরা যে টোকাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *