কবিতাঃ সাবধান

সাবধান
– সফিকুল ইসলাম শরীফ
সোনার হরিণ ভেবে দুনিয়ার পিছে কেউ পরোনা
মরলে কোথায় যাবে? মরার আগে ভেবে দেখনা।
দুনিয়ার মায়া ছেড়ে নিয়ে যাবে প্রভু তারে,
সে কথা কি কভু তুমি ভাবনা?
সাবধান যারা আছো ক্ষমতার চাটুকার,
ক্ষমতাতো কারো ভাই থাকবেনা চিরকাল।
তবে কেন বাহাদুরি, অকারনে হানাহানি?
মরলে তোমার কি চারজন লাগেনা?
জনমের তরে সব ছেড়ে যাবে তুমি,
কোথায় রবে সম্পদ, সাধের এই ভুমি?
খাটিয়ার গাড়ি চড়ে, আখেরাতের পথ ধরে,
যেতে হবে একা একা কেউ সাথে যাবে না।
কোরআনের পথ ছেড়ে নিজের মতো চলো,
আলেমের কথাগুলো বিষের মতো গেলো।
টাকার গরমে তুমি মানুষকে চিনোনা,
হুজুরকে গালি দাও, আলেমকে মানোনা।
সুদখোর, ঘোষখোর, মদখোর সমাজের,
সব ছেড়ে সোজা হও, সাথী হও নামাজের।
কোরোনা, ভুমিধ্বস, সুনামি কি দেখোনা?
দিনে দিনে কতো গজব, নামটাও জানোনা।
