কবিতাঃ প্রিয় স্বাধীনতা

প্রিয় স্বাধীনতা
নূরউদ্দিন
স্বাধীনতা মানে হৃদয় মাঝে
আনন্দের অশ্রু বান,
স্বাধীনতা মানে উচ্চ স্বরে
গাওয়া মুক্তির জয়গান।
স্বাধীনতা মানে আকাশে উড়া
বাংলার মুক্ত বলাকা,
স্বাধীনতা মানে শহিদের রক্তে
ভেজা জাতীয় পতাকা।
স্বাধীনতা মানে রক্তে কেনা
একটি স্বাধীন ভুখন্ড,
স্বাধীনতা মানে জাতীয় সংবিধান
জনতার শক্তির দন্ড।
স্বাধীনতা মানে বীর বাঙ্গালীর
রক্ত স্নাত বাংলাদেশ,
স্বাধীনতা মানে সুখী সমৃদ্ধশালী
স্বনির্ভর সোনার দেশ।
